মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ২
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: নেকী ও গুনাহ সম্পর্কে
২. আবু ছা'লাবা আশ-খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমাকে হালাল ও হারাম জিনিসের সংবাদ দিন। তাঁর কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের উপর দাঁড়ালেন এবং তার দিকে দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি নিচু করলেন, এরপর নবী করিম (ﷺ) বললেন, নেক আমল হলো, যা দ্বারা অন্তরে প্রশান্তি ও আস্থা অর্জিত হয়, আর গুনাহ হলো, যা অন্তরে অশান্তি ও অনাস্থা সৃষ্টি করে, আর তা হঠাৎ আক্রমণ করে ফিতনায় ফেলে দেয়। এরপর তিনি বলেন, নবী করীম (ﷺ) গৃহপালিত গাধার এবং সকল প্রকার হিংস্র পশুর গোশত খেতে নিষেধ করেছেন।
كتاب البر والصلة
باب ما جاء في تعريف البر والإثم
عن أبي ثعلبة الخشني قال قلت يا رسول الله أخبرني بما يحل لي ويحرم علي قال فصعد (4) النبي صلى الله عليه وسلم وصوب في النظر فقال النبي صلى الله عليه وسلم البر ما سكنت إليه النفس واطمأن إليه القلب والإثم ما لم تسكن إليه النفس ولم يطمئن إليه القلب وأن أفتاك المفتون (5) وقال لا تقرب لحم الحمار الأهلي ولا ذا ناب من السباع