মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
হাদীস নং: ১
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: নেকী ও গুনাহ সম্পর্কে
পরিচ্ছেদ: নেকী ও গুনাহ সম্পর্কে
১. ওয়াবেসা (রা) থেকে বর্ণিত। অর্থাৎ ইবনে মা'বাদ আল-আসাদী (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম, আর আমার ইচ্ছে ছিল, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত কোন নেকী ও গুনাহের জিনিস ছেড়ে দেব না। তখন তার পাশে একদল মুসলমান ফাতাওয়া জিজ্ঞেস করছিল। আমি তাদের দিকে এগিয়ে গেলাম, তারা বললো, হে ওয়াবেসা! তুমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কি বর্ণনা করছিলে? আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ডাকলেন এবং আমি তার কাছে গেলাম আর তিনি মানুষের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে, আমি তার নিকটে বসলাম, তিনি বললেন, ওয়াবেসাকে ডাক। ওয়াবেসা, তুমি আমার কাছে এস, একথা তিনি দু'বার অথবা তিনবার বললেন। অতঃপর আমি তাঁর নিকটে গেলাম এবং তাঁর সামনে বসলাম। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে ওয়াবেসা! আমি কি তোমাকে সংবাদ দেব, না তুমি আমাকে প্রশ্ন করবে? আমি বললাম, না, আপনি আমাকে সংবাদ দিন আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি নেকী ও গুনাহ সম্পর্কে জানতে এসেছি। তিনি বললেন, হাঁ, এরপর তিনি আঙ্গুলের অগ্রভাগ একত্রিত করে তা আমার অন্তরের উপর রেখে বললেন, হে ওয়াবেসা। তুমি তোমার অন্তরের উপর ভরসা রাখ। একথা তিনি তিনবার বললেন। আর শোন, নেক আমল হলো- যে কাজ করে আত্মা প্রশান্তি লাভ করে এবং গুনাহ হলো- আত্মা যা পরিকল্পনা করে, কিন্তু অন্তরে সন্দেহ সংশয় সৃষ্টি হয়। তুমি যদি হঠাৎ কোন মানুষকে আক্রমণ কর, তবে সেও তোমাকে আক্রমণ করবে। তাঁর দ্বিতীয় বর্ণনায় আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট নেক আমল ও গুনাহ সম্পর্কে প্রশ্ন করার জন্য গেলাম। তিনি বললেন, তুমি কি নেক আমল ও গুনাহ সম্পর্কে প্রশ্ন করার জন্য এসেছ? আমি বললাম, যিনি আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, আমি এছাড়া অন্য কিছু সম্পর্কে প্রশ্ন করার জন্য আসিনি। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "اَلْبِرُّ" নেক আমল হলো- যে জিনিস তোমার অন্তরকে খুলে দেয়, আর গুনাহ হলো- যে জিনিস তোমার অন্তরে সংশয় ও সন্দেহ সৃষ্টি করে এবং হঠাৎ মানুষকে আক্রমণ করে।
كتاب البر والصلة
كتاب البر والصلة
باب ما جاء في تعريف البر والإثم
باب ما جاء في تعريف البر والإثم
عن وابصة (يعني ابن معبد) (4) الأسدي قال أتيت رسول الله صلى الله عليه وسلم وأنا أريد أن لا أدع شيئا من البر والإثم إلا سألته عنه وحوله عصابة من المسلمين يستفتونه فجعلت اتخطاهم فقالوا إليك يا وابصة عن رسول الله صلى الله عليه وسلم فقلت دعوني فأدنو منه فإنه أحب الناس إلي أن أدنوا منه فقال دعوا وابصة أدن يا وابصة مرتين أو ثلاثا قال فدنوت منه حتى قعدت بين يديه فقال يا وابصة أخبرك أو تسألني؟ قلت لا بل أخبرني فقال جئت تسألني عن البر والإثم فقال نعم فجمع أنامله فجعل ينكت بهن في صدري ويقول يا وابصة استفت قلبك (5) واستفت نفسك ثلاث مرات البر ما اطمأنت إليه النفس (6) والإثم ما حاك في النفس (1) وتردد في الصدر وأن أفتاك الناس وأفتوك (وعنه من طريق ثان) (2) قال جئت إلى رسول الله صلى الله عليه وسلم أسأله عن البر والإثم فقال جئت تسأل عن البر والإثم فقلت والذي بعثك بالحق ما جئت أسألك عن غيره فقال البر ما انشرح له صدرك والإثم ما حاك في صدرك وإن افتاك عن الناس