মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়

হাদীস নং:
সদ্ব্যবহার ও সুসম্পর্ক স্থাপন অধ্যায়
পরিচ্ছেদ: নেকী ও গুনাহ সম্পর্কে
৩. নাওয়াস ইবনে সাম'আন আনসারী (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে নেক আমল ও গুনাহ (পাপ) সম্পর্কে প্রশ্ন করেছিলেন। যখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নেক কাজ হলো উত্তম চরিত্র, (এখানে এর অর্থ- হাসোজ্জ্বল চেহারা এবং কাউকে কষ্ট না দেয়া), আর পাপ কাজ হলো, অন্তরে সন্দেহ ও সংশয় সৃষ্টি হওয়া এবং প্রশান্তি না থাকা এবং মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে অপছন্দ করা।
كتاب البر والصلة
باب ما جاء في تعريف البر والإثم
عن النواس بن سمعان الأنصاري أنه سأل الرسول صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق (8) والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع الناس عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান