মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৩১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩১. ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করলাম, আল্লাহর নিকট কোন কাজটি সবচেয়ে প্রিয়? তিনি বললেন, যথাসময়ে সালাত আদায় করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোন কাজটি? জবাবে তিনি বললেন, পিতামাতার সাথে ভাল ব্যবহার করা। আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি জবাবে বললেন, আল্লাহর পথে জিহাদ করা। ইবন মাসউদ (রা) বলেন, তিনি এসব বিষয় বলছিলেন। আমি যদি তাঁর নিকট আরো অতিরিক্ত প্রশ্ন করতাম, তাহলে তিনি আমাকে আরো অধিক বলতেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن ابن مسعود قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها قال قلت ثم أي قال ثم بر الوالدين قال قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله قال فحدثني بهن ولو استزدته لزادني
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩১ | মুসলিম বাংলা