মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৩০
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম ব্যক্তির সংবাদ দিব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)। রাবী বর্ণনা করেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এক ব্যক্তি তার ঘোড়ার লাগাম ধরে আল্লাহর পথে বের হয়, যখন সে ভীতিকর যুদ্ধের শব্দ শুনে, তখন সে ঘোড়ার উপর স্থির হয়ে বসে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কি তোমাদের পরবর্তী উত্তম কাজের সংবাদ দেব না? তারা বললো, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এমন একজন মানুষ, যে ছাগলের পাল নিয়ে আছে অথচ সে সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। আমি কি তোমাদেরকে খারাপ বা দোষী ব্যক্তির সংবাদ দেব না? তারা বললো, হ্যাঁ। তিনি বললেন, সে হলো- যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, অথচ সে তাকে কিছু দেয় না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
وعنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بخير البرية؟ قالوا بلى يا رسول الله قال قال رجل أخذ بعنان فرسه في سبيل الله عز وجل كلما كانت هيعة (3) استوى عليه ألا أخبركم بالذي يليه؟ قالوا بلى قال رجل في تلة (4) من غنمه يقيم الصلاة ويؤتي الزكاة ألا أخبركم بشر البرية؟ قالوا بلى قال الذي يسأل بالله ولا يعطي به
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩০ | মুসলিম বাংলা