মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং: ৩২
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
পরিচ্ছেদ: উত্তম নেক আমলের অভ্যাস করা এবং এর বিপরীত অভ্যাস ত্যাগ করার প্রতি উৎসাহ প্রদান
৩২. শিফা বিতে 'আবদুল্লাহ (র) থেকে বর্ণিত। মুহাজেরদের একজন মহিলা ছিলেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে সবচেয়ে ভাল কাজ সম্পর্কে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর পথে জিহাদ করা ও কবুল হজ্জ, অর্থাৎ যে হচ্ছে কোন গুনাহর কাজ করা হয় না।
كتاب الترغيب في صالح الأعمال
باب في الترغيب في خصال مجتمعه من أفضل أعمال البر والنهي عن ضدها
عن الشفا بنت عبد الله وكانت امرأة من المهاجرات قالت أن رسول الله صلى الله عليه وسلم سئل عن أفضل الأعمال فقال إيمان بالله وجهاد في سبيل الله عز وجل وحج مبرور
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩২ | মুসলিম বাংলা