মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ৩
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৩. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অধিকাংশ সময় বলতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় রাখ। তখন রাসূলের কোন সাথী ও তার পরিবারের লোকেরা জিজ্ঞেস করলো: হে আল্লাহর রাসূল (ﷺ)। আপনি কি আমাদের ব্যাপারে ভয় করছেন? আমরা তো আপনার উপর এবং আপনি যা নিয়ে এসেছেন তার উপর ঈমান এনেছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অন্তরের মালিক আল্লাহ্, আর তিনি তা পরিবর্তন করতে সক্ষম।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن أنس بن مالك قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقال له أصحابه وأهله يا رسول الله أتخاف علينا وقد آمنا بك وبما جئت به قال إن القلوب بيد الله عز وجل يقلبها