মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং:
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
৪. হাকীম ইবন মুয়াবীয়া (রা) তার পিতা মুয়াবীয়া ইবনে হায়দা (রা) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, আল্লাহ তা'আলা তাকে অধিক সন্তান-সন্ততি ও সম্পদ দান করেন এবং তাতে বরকত ও প্রাচুর্য দান করেন। এ প্রাচুর্য তাঁর যুগ পর্যন্ত বিদ্যমান ছিল। তার পরবর্তী যুগে সে যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়, তখন সে বলে, হে আমার সন্তানগণ। আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলেন উত্তম পিতা। সে বলে তোমরা কি আমার আনুগত্য করবে? জবাবে তারা বললো, হ্যাঁ। তখন পিতা বললো, দেখ, যখন আমার মৃত্যু হবে তখন আমাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহর শপথ। তারা তাই করে। তারপর সে বলে, আমার হাড়গুলো গুড়ো গুড়ো করবে। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তখন তারা তার নির্দেশ মত তাই করে। এরপর সে বলে, তারপর বাতাসের দিন আমার গুড়োগুলো সমুদ্রে ছড়িয়ে দেবে, যাতে আল্লাহর শাস্তি থেকে আমি অদৃশ্য হয়ে যাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর শপথ। তারা তাই করে। যখন সে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ তার দেহকে একত্রিত করে জিজ্ঞাসা করেন, হে আদম সন্তান! কেন তুমি এমন করতে গেলে? সে বললো, হে আমার রব। তোমার আযাবের ভয়ে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আল্লাহ্ তাঁর রহমত ও ক্ষমতা দ্বারা তার ত্রুটি মাফ করে দেন।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن حكيم بن معاوية عن أبيه (6) أن رسول الله صلى الله عليه وسلم قال أن رجلا كان فيمن قبلكم رغسه (7) الله تبارك وتعالى مالا وولدا (8) حتى ذهب عصره وجاء عصر فلما حضرته الوفاة قال أي بني أي أب كنت لكم؟ قالوا خير أب قال فهل أنتم مطيعي؟ قالوا نعم قال انذروا إذا أنا مت أن تحرقوني حتى تدعوني فحما قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك ثم اهرسوني بالمهراس يومئ بيده (9) قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك ثم أذروني في البحر في يوم ريح لعلي أضل الله تبارك وتعالى (10) قال رسول الله صلى الله عليه وسلم ففعلوا والله ذلك فإذا هو في قبضة الله تبارك وتعالى فقال يا ابن آدم ما حملك على ما صنعت؟ قال أي رب مخافتك (1) قال فتلافاه الله تبارك وتعالى بها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪ | মুসলিম বাংলা