মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়

হাদীস নং:
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
২. সুলায়মান ইবন সুলায়ম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মিকদাদ ইবন আসওয়াদ (রা) বলেন, কোন ব্যক্তিকে ভাল ও মন্দ বলা যাবে না, যতক্ষণ না তার কাজের শেষ দেখা হয়। অর্থাৎ নবী করিম (ﷺ) থেকে কোন জিনিস শুনার পরে বলা হলো, তুমি কি শুনেছ? সে বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, প্রত্যেক বনি আদমের অন্তর হাঁড়ির পানি থেকেও তীব্রভাবে পরিবর্তন হয়, যখন হাড়িটা টগবগ করে ফুটতে থাকে।
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
عن سليمان بن سليم قال قال المقداد بن الأسود لا أقول في رجل خيرا ولا شرا حتى أنظر ما يختم له يعني بعد شيء سمعته من النبي صلى الله عليه وسلم قيل وما سمعت؟ قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لقلب ابن آدم أشد انقلابا من القدر إذا اجتمعت عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২ | মুসলিম বাংলা