মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
হাদীস নং: ১
নেক আমল অর্জনে উৎসাহিত করা অধ্যায়
অধ্যায়ঃ নেক আমল অর্জনে উৎসাহিত করা
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
অনুচ্ছেদ: মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে
১. আবু দারদা (রা) থেকে বর্ণিত। একদা তিনি নবী তিনি বলেন, আল্লাহর বাণী: করিম (ﷺ) কে মিম্বরে ভাষণ দিতে শোনেন। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَا "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) দ্বিতীয়বার বললেন,
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি দ্বিতীয়বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় বার বললেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি তৃতীয় বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, হ্যাঁ, যদি আবু দারদার ইচ্ছার বিরুদ্ধেও হয়।
(মুসনাদ আহমদ, ফাযায়েলে কুরআন অধ্যায়, পৃ. ২৯৩।)
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি দ্বিতীয়বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তৃতীয় বার বললেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ "যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হতে ভয় রাখে, তার জন্য দু'টি উদ্যান রয়েছে।" আমি তৃতীয় বার বললাম, যদি সে জ্বিনা করে এবং চুরি করে, হে আল্লাহর রাসূল (ﷺ)। তিনি বললেন, হ্যাঁ, যদি আবু দারদার ইচ্ছার বিরুদ্ধেও হয়।
(মুসনাদ আহমদ, ফাযায়েলে কুরআন অধ্যায়, পৃ. ২৯৩।)
كتاب الترغيب في صالح الأعمال
كتاب الترغيب في صالح الأعمال
باب ما جاء في الخوف من الله عز وجل
باب ما جاء في الخوف من الله عز وجل
عن أبي الدرداء أنه سمع النبي صلى الله عليه وسلم وهو يقص على المنبر (ولمن خاف مقام ربه جنتان) فقلت وان زنى وإن سرق يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم الثانية (ولمن خاف مقام ربه جنتان) فقلت الثانية وإن زني وإن سرق يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم الثالثة (ولمن خاف مقام ربه جنتان) فقلت الثالثة وإن زنى وإن سرق يا رسول الله قال نعم وإن رغم أنف أبي الدرداء