মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ১৫
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৫. মিহজান ইবনে আদরায়া' (রা) থেকে বর্ণিত। একদা তিনি মসজিদে রাসূলের (ﷺ) হাত ধরলেন এবং পরে রাসূলের (ﷺ) স্ত্রীদের কোন একজন স্ত্রীর হুজরায় আসলেন। এরপর তিনি তাঁর হাত আমার হাত থেকে ঝেড়ে ফেলে বললেন, তোমাদের দ্বীন উত্তম, তোমরা তা সহজভাবে গ্রহণ কর। তোমাদের দ্বীন উত্তম, তোমরা তা সহজভাবে গ্রহণ কর।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن محجن بن الأدرع أنه كان آخذا بيد النبي صلى الله عليه وسلم في المسجد قال ثم أتى حجرة امرأة من نسائه فنفض يده من يدي قال إن خير دينكم أيسره أن خير دينكم أيسره
tahqiqতাহকীক:তাহকীক চলমান