মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
হাদীস নং: ১৬
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৬. বুরায়দা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি প্রয়োজনে বের হলাম। আমি যখন নবী করিম (ﷺ) এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তিনি আমার হাত ধরলেন। এরপর আমরা সকলে হেঁটে চললাম। আমাদের সামনে এক ব্যক্তি নামায পড়ছিল এবং বেশী বেশী রুকু, সিজদা করছিল। নবী করিম (ﷺ) বললেন, আমি যাকে দেখি, তোমরা কি তাকে দেখ? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তখন তিনি তাঁর হাত থেকে আমার হাত ছেড়ে দিলেন এবং তাঁর দুহাত একত্রিত করে সোঁজা উপরের দিকে উঠিয়ে বললেন, তোমরা মধ্যমপন্থা অবলম্বন কর। তোমরা মধ্যমপন্থা অবলম্বন কর। তোমরা মধ্যমপন্থা অবলম্বন কর। যে দ্বীনের মধ্যে কঠোরতা অবলম্বন করে, সে ব্যর্থ হয়।
(অন্য শব্দে) তিনি আমার হাত ছেড়ে দিলেন, পরে তিনি তাঁর দুই হাতের তালু বিছিয়ে পুনরায় একত্রিত করে কাঁধের উপর উঠিয়ে বললেন, তোমাদের উচিৎ মধ্যম পন্থা অবলম্বন করা একথা তিনি তিনবার বললেন, যে দ্বীনের মধ্যে কঠোরতা অবলম্বন করে, সে ব্যর্থ হয়।
(অন্য শব্দে) তিনি আমার হাত ছেড়ে দিলেন, পরে তিনি তাঁর দুই হাতের তালু বিছিয়ে পুনরায় একত্রিত করে কাঁধের উপর উঠিয়ে বললেন, তোমাদের উচিৎ মধ্যম পন্থা অবলম্বন করা একথা তিনি তিনবার বললেন, যে দ্বীনের মধ্যে কঠোরতা অবলম্বন করে, সে ব্যর্থ হয়।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن بريدة الأسلمي قال خرجت يوما لحاجة فإذا أنا بالنبي صلى الله عليه وسلم يمشى بين يدي فأخذ بيدي فانطلقنا نمشي جميعا فإذا نحن بين أيدينا برجل يصلي يكثر الركوع والسجود فقال النبي صلى الله عليه وسلم أتراه يراني؟ فقلت الله ورسوله أعلم فترك يدي من يده ثم جمع بين يديه فجعل يصوبهما ويرفعهما ويقول عليكم هديا قاصدا (7) عليكم هديا قاصدا عليكم هديا قاصدا (8) فإنه من يشاد هذا الدين يغلبه (وفي لفظ) فأرسل يدي ثم طبق بين كفيه فجمعهما وجعل يرفعهما بحيال منكبيه ويضعهما ويقول عليكم هديا قاصدا ثلاث مرات فإنه من يشاد الدين يغلبه