মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়

হাদীস নং: ১৪
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
১৪. আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, তোমাদের দ্বীন উত্তম, তোমরা তা সহজভাবে গ্রহণ কর। তোমাদের দ্বীন উত্তম, তোমরা তা সহজভাবে গ্রহণ কর। অর্থাৎ দ্বীনের মধ্যে কোন জটিলতা নেই।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أبي قتادة عن اعرابي سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن خير دينكم أيسره (4) إن خير دينكم أيسره
tahqiqতাহকীক:তাহকীক চলমান