মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৭
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ। অন্তরের কথা, শয়তানের ওয়াসওয়াসা ও আল্লাহর সাথে বাড়াবাড়ি করা সংক্রান্ত।
১৭. ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (ﷺ) এর কয়েকজন সাহাবী বললেন, যে আল্লাহর রাসূল (সা)। আমরা কোন একটি বিষয়ে আল্লাহ সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করার চিন্তা করছি। আমাদের মধ্যে কেউ একথা বলার চেয়ে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া উত্তম মনে করে। বর্ণনাকারী বলেন, রাবীদের একজন বললেন, রাসুলুল্লাহ (সা) বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেয়া ছাড়া আর কোন ক্ষমতা রাখে না। অন্যজন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যা, শয়তান শুধু কুমন্ত্রণার দিকে ফিরিয়ে নিতে পারে।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في حديث النفس ووسوسة الشيطان وتجاوز الله عز وجل عنه
حدثنا محمد ابن جعفر وحجاج قالا ثنا شعبة عن سليمان ومنصور عن ذر عن عبد الله بن شداد عن ابن عباس أنهم قالوا (1) يا رسول الله إنا نحدث أنفسنا بالشيء (2) لأن يكون أحدنا حممة (3) أحب إليه من أن يتكلم به قال فقال أحدهما (4) الحمدلله الذي لم يقدر منكم (يعني الشيطان) إلا على الوسوسة وقال الآخر الحمدلله الذي رد أمره إلى الوسوسة
হাদীসের ব্যাখ্যা:
ওয়াসওয়াসার দ্বারা মু'মিন ব্যক্তি পথভ্রষ্ট এবং বিপথগামী না হওয়াতে নবী করীম (ﷺ) আল্লাহর শোকরিয়া আদায় করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)