মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৬
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
অনুচ্ছেদ: ভাল কাজে উত্তম নিয়্যত যার দরুন দ্বিগুণ পুরস্কার এবং সংকল্প ও অভিপ্রায় সম্পর্কে
১৬. পুনরায় আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তা'আলা থেকে বর্ণনা করেন যে, আল্লাহ নেকি ও বদী লিখেন। যদি কোন ব্যক্তি ভাল কাজের চিন্তা করে, কাজে পরিণত করে, তবুও আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ একটি নেকী লিখে দিবেন। আর যদি সে কাজটি করে, তাহলে তার আমলনামায় দশ থেকে সাতশত বা তার চেয়েও আরো অধিক নেকী লিখেন, অথবা আল্লাহ যতটুকু পরিমাণে ইচ্ছে করেন, বর্ধিত করে দেবেন। আর যদি কোন ব্যক্তি কোন খারাপ কাজের চিন্তা করে এবং সে কাজটি না করে, তাহলে আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকী লিখে দিবেন। আর যদি সে কাজটি করে, তাহলে একটি মাত্র গুনাহ লিখেন।
كتاب النية والاخلاص في العمل
باب إحسان النية على الخير ومضاعفة الأجر بسبب ذلك وما جاء في العزم والهم
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم نحوه