মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৮
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ। অন্তরের কথা, শয়তানের ওয়াসওয়াসা ও আল্লাহর সাথে বাড়াবাড়ি করা সংক্রান্ত।
১৮. ইবনে আব্বাস (রা)-এর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমার মনে একটি বিষয় উদয় হয় যে, কোন এক ব্যক্তি আকাশ থেকে পতিত হবে, আর তার সাথে কথা বলতে আমি অধিক পছন্দ করবো। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি শয়তানের ধোঁকা থেকে তোমাকে রক্ষা করেছেন।
(আহমদ)
(আহমদ)
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في حديث النفس ووسوسة الشيطان وتجاوز الله عز وجل عنه
وعن ابن عباس أيضا من طريق ثان قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أحدث نفسي بالشيء لأن أخر من السماء أحب إلي من أن أتكلم به قال فقال النبي صلى الله عليه وسلم الله أكبر الحمدلله الذي رد كيده إلى الوسوسة
হাদীসের ব্যাখ্যা:
ওয়াসওয়াসার দ্বারা মু'মিন ব্যক্তি পথভ্রষ্ট এবং বিপথগামী না হওয়াতে নবী করীম (ﷺ) আল্লাহর শোকরিয়া আদায় করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)