মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ। ইখলাসের সাথে কাজের দ্বিগুণ পুরস্কার প্রসঙ্গ
১০. আবু যর (রা) থেকে বর্ণিত। রাসুল (ﷺ) বলেন, যে ব্যক্তির অন্তর ঈমানের জন্য একনিষ্ঠ ও পরিচ্ছন্ন, (অর্থাৎ হিংসা বিদ্ধেষ থেকে মুক্ত), জিহ্বা সত্যবাদী, অন্তর শান্তিময়, চরিত্র সরল, কান শ্রবণকারী, চোখ অন্তরের অন্তদৃষ্টি সম্পন্ন, কান নিয়ন্ত্রিত, অর্থাৎ যা শ্রবণ করে তা সংরক্ষণ ও বাস্তবায়ন করে, চোখ প্রশান্তি লাভ করে এবং অন্তর ভাল মন্দ সংরক্ষণ করে। সুতরাং যার অন্তর সচেতন, সেই সফলকাম হবে। অর্থাৎ যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান ও নেক আমল করার ক্ষেত্রে সচেতন থাকে, সেই সফলকাম হবে।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في الإخلاص في العمل ومضاعفة الأجر بسببه
عن أبي ذر أن رسول الله صلى الله عليه وسلم قال قد أفلح من أخلص قلبه للإيمان وجعل قلبه سليما (6) ولسانه صادقا ونفسه مطمئنة (7) وخليقته مستقيمة وجعل أذنه مستمعة وعينه ناظرة فأما الأذن فقمع (9) والعين مقرة (10) لما يوعى القلب وقد أفلح من جعل قلبه واعيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান