মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং:
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: নিয়্যতের গুরুত্ব
৯. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ফেরেশতারা বললো, হে রব! তোমার বান্দাহ ইচ্ছে করে খারাপ কাজের চিন্তা করেছে। আল্লাহ্ বলেন, তাকে পর্যবেক্ষণ কর, যদি সে খারাপ কাজ করে, তাহলে সে পরিমাণ লিখে রাখ, আর যদি সে তা থেকে বিরত থাকে, তাহলে একটি নেকী লিখে রাখ। কারণ সে আমার আযাবের ভয়ে তা পরিত্যাগ করেছে।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في النية
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قالت الملائكة رب ذلك عبدك يريد أن يعمل سيئة وهو أبصر به (3) فقال ارقبوه فإن عملها فاكتبوها له بمثلها وان تركها فاكتبوها له حسنة إنما تركها جراى
tahqiqতাহকীক:তাহকীক চলমান