মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১১
কর্মে নিয়্যত ও ইখলাস প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ। ইখলাসের সাথে কাজের দ্বিগুণ পুরস্কার প্রসঙ্গ
১১. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও তোমাদের নেক আমল।
كتاب النية والاخلاص في العمل
باب ما جاء في الإخلاص في العمل ومضاعفة الأجر بسببه
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم (1) وإنما ينظر إلى قلوبكم (2) وأعمالكم

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ মানুষের বাহ্যিক আকৃতি, বেশ-ভূষা, সৌন্দর্য বা সম্পদের উপর গুরুত্ব আরোপ করেন না। তিনি মানুষের অন্তর ও আমলের সৌন্দর্যের উপর গুরুত্ব আরোপ করেন। যদি কোন ব্যক্তি বেশ-ভূষা, আকৃতি এবং সম্পদের দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়; কিন্তু নিয়্যত এবং আমলের সৌন্দর্য তার না থাকে, তাহলে উত্তম আকৃতি ও প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সে সমাজের কোন উপকার করতে সক্ষম নয়। যে নেক চিন্তা করে, নেক নিয়্যত পোষণ করে, নেক আমল করে, মানুষকে সামর্থ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করে, মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য এগিয়ে আসে, তার উত্তম আকৃতি ও সম্পদ না থাকলেও সে সমাজের রত্ন এবং মানুষের বন্ধু। নেক নিয়্যত ও নেক আমলের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তা'আলা এরূপ বান্দাদের অধিক পসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান