মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২১৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। বনী ইসরাঈলের জন্য যাবতীয় খাদ্য হালাল ছিল। মহান আল্লাহ বলেন, "তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইস্রাঈল নিজের জন্য যা হারাম করেছিল তা ব্যতীত বনী ইসরাঈলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল।"(১)
টিকা: ১. আল-কুরআন, ৩: ৯৩।
২১৯। "আব্দুল্লাহ ইব্‌ন 'আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, একদল ইহুদী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাজির হয়ে বলল, হে আবুল কাসেম। আপনি আমাদেরকে এমন কতগুলো প্রশ্নের উত্তর দিন কোন নবী ব্যতীত অন্য কারও পক্ষে যে গুলোর উত্তর জানা নাই। তাদের জিজ্ঞাসিত প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাঈল (আ) তার নিজের জন্য কোন কোন খাদ্য হারাম করেছিলেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদের নিকট সে আল্লাহর নামে কসম করছি যিনি মুসা (আ) এর ওপর তাওরাত নাজিল করেছেন, তোমরা কি জান না, ইসরাঈল (ইয়াকুব) (আ) একবার কঠিন রোগে আক্রান্ত হলেন এবং তার অসুস্থতা দীর্ঘদিন যাবৎ অব্যাহত থাকল। তখন তিনি আল্লাহর নামে মানত করলেন, যদি আল্লাহ তাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন তাহলে তিনি তার সব চেয়ে প্রিয় পানীয় ও প্রিয় আহার্য বর্জন করবেন। আর তার প্রিয় আহার্য ছিল উটের গোশত ও প্রিয় পানীয় ছিল উটের দুধ। আগত ইহুদীরা বলল, হে মুহাম্মদ। আপনি ঠিক বলেছেন।
(তিরমিযী, নাসাঈ)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كل الطعام كان حلا لبني اسرائيل قال الله عز وجل (كل الطعام كان حلا لبني اسرائيل إلا ما حرم اسرائيل على نفسه من قبل تنزل التوراة)
عن ابن عباس قال حضرت عصابة من اليهود رسول الله صلى الله عليه وسلم فقالوا يا ابا القاسم حدثنا عن خلال نسألك عنها لا يعلمهن إلا نبي فكان فيما سألوه أي الطعام حرم اسرائيل على نفسه قبل أن تنزل التوراة؟ قال فانشدكم بالله الذي أنزل التوراة على موسى هل تعلمون أن اسرائيل يعقوب عليه السلام مرض مرضا شديدا فطال سقمه فنذر لله نذرا لئن شفاه الله من سقمه ليحرمن من أحب الشراب إليه وأحب الطعام إليه فكان أحب الطعام إليه لحم الإبل وأحب الشراب إليه ألبانها فقالوا اللهم نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১৯ | মুসলিম বাংলা