মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ২১৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমরা যা ভালবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পুণ্য লাভ করবে না'।'(২)
টিকা: ২. আল-কুরআন, ৩: ৯২।
২১৮। আনাস ইবন মালিক (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, যখন নাজিল হল, "তোমরা যা ভালবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও পূর্ণ্য লাভ করবে না" এবং "কে সে, যে আল্লাহকে করজে হাসানা প্রদান করবে? তিনি তার জন্য এটা বহুগুণে বৃদ্ধি করবেন""(৩) তখন আবু তালহা (রা) বলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ! অমুক অমুক স্থানে আমার যে বাগান রয়েছে। আল্লাহর কসম! আমি সম্ভব হলে তার সবই গোপনে দান করব যা আমি এতটুকু প্রকাশ করব না। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তাহলে তুমি তোমার গরীব আত্মীয়-স্বজনকে তা দান কর।
(বুখারী, মুসলিম, মুয়াত্তা ইমাম মালিক অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ৩. আল-কুরআন, ২: ২৪৫।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب لن تنالوا البر حتى تنفقوا مما تحبون
وعنه رضي الله عنه قال لما نزلت (لن تنالوا البر (9) حتى تنفقوا مما تحبون ومن ذا الذي يقرض الله قرضا حسنا) (1) قال أبو طلحة يا رسول الله وحائطي (2) الذي بمكان كذا وكذا (3) والله لو استطعت أن أسرها لم أعلنها (4) قال اجعله في فقراء أهلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান