মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২১৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ : 'যারা কুফরী করে এবং কাফিররূপে যাদের মৃত্যু ঘটে তাদের কারও নিকট হতে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময়-স্বরূপ প্রদান করলেও তা কখনও কবুল করা হবে না। (১)
টিকা: ১. আল-কুরআন, ৩: ৯১।
টিকা: ১. আল-কুরআন, ৩: ৯১।
২১৭। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন কাফিরকে জবাবদিহির সম্মুখীন করা হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে- তোমাকে যদি পৃথিবী ভর্তি স্বর্ণ দেয়া হয় এবং তোমাকে তা দান করতে বলা হয় তাহলে তুমি কি তা করতে? সে বলবে, হ্যাঁ, হে প্রভু। বর্ণনাকারী বলেন, তখন তাকে বলা হবে তোমার কাছে এর তুলনায় তুচ্ছ জিনিস চাওয়া হয়েছিল (অথচ তুমি তা দান করনি)। এ ব্যাপারেই মহান আল্লাহ বলেন, "যারা কুফরী করে এবং কাফিররূপে যাদের মৃত্যু ঘটে তাদের কারও নিকট হতে পৃথিবীপূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনও কবুল করা হবে না।"
(বুখারী ও মুসলিম)
(বুখারী ও মুসলিম)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا
عن أنس بن مالك أن نبي الله صلى الله عليه وسلم قال يجاء بالكافر يوم القيامة فيقال له أرأيت لو كان لك ملء الأرض ذهبا اكنت مفتديا به؟ فيقول نعم يا رب قال فيقال لقد سئلت أيسر من ذلك (6) فذلك قوله عز وجل (إن الذين كفروا وماتوا كفار فلن يقبل من أحدهم ملء الأرض (7) ذهبا ولو افتدى به)