মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২১৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আল্লাহ কিরূপে সৎপথে পরিচালিত করবেন সে সম্প্রদায়কে যারা ঈমান আনায়নের পর কুফরী করে?’’ (১)
টিকা: ১. আল-কুরআন, ০৩:৮৬।
টিকা: ১. আল-কুরআন, ০৩:৮৬।
২১৬। 'আব্দুল্লাহ ইবন 'আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক আনসার(২) মুরতাদ হয়ে গেল এবং মুশরিকদের দলে যোগ দিল, তখন মহান আল্লাহ অবতীর্ণ করেন, "আল্লাহ কিরূপে সৎপথে পরিচালিত করবেন সে সম্প্রদায়কে যারা ঈমান আনয়নের পর ও রাসূলকে সত্য বলে সাক্ষ্যদান করার পর এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর কুফরী করে? আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।(৩) তখন সম্প্রদায়ের লোকেরা তাকে আল্লাহর অবতীর্ণ এ আয়াতের তথ্য জানালো। ফলে, সে তাওবা করে ইসলামে ফিরে আসল, রাসূলুল্লাহ (ﷺ) তার থেকে সেটা গ্রহন করলেন এবং তাকে ছেড়ে দিলেন।(৪)
টিকাঃ
২. তিনি হারিছ ইব্ন সুওয়াদ (রা)।
৩. আল-কুরআন, ৩: ৮৬।
৪. তাবারী, নাসাঈ, হাকিম।
টিকাঃ
২. তিনি হারিছ ইব্ন সুওয়াদ (রা)।
৩. আল-কুরআন, ৩: ৮৬।
৪. তাবারী, নাসাঈ, হাকিম।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم
عن ابن عباس أن رجلا (2) من الأنصار ارتد عن الاسلام ولحق بالمشركين فأنزل الله تعالى (كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم (3) إلى آخر الآية) فبعث بها قومه (4) فرجع تائبا فقبل النبي صلى الله عليه وسلم ذلك منه وخلى عنه