মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২১৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদঃ "যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে।(১)
টিকা: ১. আল-কুরআন, ৩: ৭৭
টিকা: ১. আল-কুরআন, ৩: ৭৭
২১৪। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির সম্পদ আত্মসাৎ করার লক্ষ্যে কোন শপথ করে এবং তাতে সে মিথ্যাচারের আশ্রয় নেয়, সে আল্লাহর সাথে এ অবস্থায় সাক্ষাৎ করবে যে, তিনি তার উপর ক্ষুদ্ধ। আশ'আছ ইব্ন কায়স (রা) বলেন, আল্লাহর কসম। ঘটনাটি আমারই ব্যাপারে। আমার ও জনৈক ইহুদীর মাঝে একটি জমির যৌথ মালিকানা ছিল। এক পর্যায়ে সে আমার মালিকানা অস্বীকার করে। আমি বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পেশ করলে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোন প্রমাণ আছে? আমি বললাম, না। তখন রাসূলুল্লাহ (ﷺ) ইহুদীকে বললেন, তুমি শপথ কর। আমি তখন বললাম, ইয়া (ﷺ) রাসূলুল্লাহ! সে যদি শপথ করে তাহলে তো আমার সম্পত্তি চলে যাবে। তখন আল্লাহ তা'আলা নাজিল করলেন, "যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচছ মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোন অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে পরিশুদ্ধ ও করবেন না; তাদের জন্য মমর্ন্তদ শাস্তি রয়েছে।”
(বুখারী ও মুসলিম)।
(বুখারী ও মুসলিম)।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا
عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين هو فيها فاجر (11) ليقتطع مال امرئ مسلم لقى الله عز وجل وهو عليه غضبان (1) فقال الأشعث بن قيس فيى (2) كان والله ذلك كان بيني وبين رجل من اليهود أرض فجحدني فقدمته إلى النبي صلى الله عليه وسلم فقال رسول الله بينة؟ قلت لا فقال لليهودي احلف فقلت يا رسول الله إذا يحلف فيذهب بمالي فأنزل الله تعالى (إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا (3) إلى آخر الآية)