মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২১৩
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আমি অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশ ধরদের জন্য তোমার স্মরণ নিচ্ছি।"(৩)
টিকা: ৩. আল-কুরআন, ৩: ৩৬।
টিকা: ৩. আল-কুরআন, ৩: ৩৬।
২১৩। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন শিশু সন্তান ভুমিষ্ঠ হলেই শয়তান তাকে খোঁচা মারে। শয়তানের খোঁচার ফলে সে চিৎকার করে ফেলে ওঠে। তবে 'ঈসা (আ) ও তার মা মরিয়াম (আ) ব্যতীত। আবু হুরায়রা (রা) বলেন, তুমি চাইলে পাঠ করতে পারো "আমি অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য তোমার স্মরণ নিচ্ছি।”
(বুখারী ও মুসলিম)
(বুখারী ও মুসলিম)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب إني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد إلا نخسه الشيطان (5) فيستهل صارخا (6) من نسخة الشيطان إلا ابن مريم وأمه (7) قال أبو هريرة اقرءوا ان شئتم (8) (اني أعيذها بك (9) وذريتها من الشيطان الرجيم