মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২০৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "আসমান ও যমীনে যা কিছু আছে সমস্ত আল্লাহরই। তোমাদের মনে যা আছে তা প্রকাশ কর অথবা গোপন রাখ
২০৪। 'আলী ইবন যায়দ (র) হতে তিনি উমাইয়া (র) সূত্রে বর্ণনা করেন, তিনি আয়েশা (রা)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, "তোমাদের মনে যা আছে তা প্রকাশ কর অথবা গোপন রাখ, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন।"(১) এবং এ আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, "কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে পাবে এবং আল্লাহ ব্যতীত তার জন্য সে কোন অভিভাবক ও সহায় পাবে না।(২) তখন আয়েশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ আয়াত দুটি সম্পর্কে জিজ্ঞাসা করার পর এ পর্যন্ত আমাকে এ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করেনি। তিনি বলেছেন, হে আয়েশা! এটা মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ভৎসনা, যেমন সে জ্বরসহ নানাবিধ রোগ-ব্যাধি, দুর্যোগে আক্রান্ত হয়, এমনকি সে যে তার জামার হাতার ভেতর টাকা-পয়সা রাখার পর তা খুঁজে না পেয়ে হয়রান পেরেশান হয়ে যায়, তারপর-সে তা তার হাতের কাছে পেয়ে যায়, এ সকল দ্বারা বান্দা তার অপরাধ থেকে মুক্তি পায় যেমনিভাবে কামারের চুল্লি থেকে সোনা খাঁটি হয়ে বেরিয়ে আসে।
(তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা:
১. আল-কুরআন, ২। ২৮৪
২. আল-কুরআন, ৪: ১২৩
(তিরমিযী অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা:
১. আল-কুরআন, ২। ২৮৪
২. আল-কুরআন, ৪: ১২৩
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب لله ما في السموات وما في الأرض وان تبدو مافي أنفسكم أو تخفوه الخ
عن علي بن زيد عن أمية أنها سألت عائشة رضي الله عنها عن هذه الآية (إن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله) وعن هذه الآية (من يعمل سوءا (1) يجزيه) فقالت ما سألني عنهما أحد منذ سألت رسول الله صلى الله عليه وسلم عنهما فقال يا عائشة هذه (2) معاتبة الله عز وجل العبد بما يصيبه من الحمى (3) والنكبة والشوكة حتى البضاعة (4) يضعها في كمه فيفقدها (5) فيفزع لها فيجدها في ضبنه حتى أن المؤمن (6) ليخرج من ذنوبه (7) كما يخرج التبر الأحمر من الكير