মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২০৫
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সুরা বাকারার শেষ আয়াতের ফযীলত।
২০৫। নু'মান ইব্ন বাশীর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহান আল্লাহ আসমান ও জমীন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লেখেন পরবর্তীতে যেখান থেকে দু'টো আয়াত অবতীর্ণ করেন যা দ্বারা সূরাতুল বাকারা সমাপ্ত করা হয়েছে। কোন বাড়ীতে তিন রাত যাবৎ এ আয়াত তিলাওয়াত অব্যাহত থাকলে তথায় শয়তান অবস্থান করতে পারে না।
(তিরমিযী, নাসাঈ, সুনানে দারেমী, সহীহ ইবন হাব্বান অন্যান্য গ্রন্থসূত্র।
(তিরমিযী, নাসাঈ, সুনানে দারেমী, সহীহ ইবন হাব্বান অন্যান্য গ্রন্থসূত্র।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل خواتم البقرة
عن النعمان بن بشير أن رسول الله صلى الله عليه وسلم قال ان الله كتب كتابا (9) قبل أن يخلق السموات والأرض بألفي عام (10) فأنزل منه آيتين فختم بهما سورة البقرة ولا يقرآن (1) في دار ثلاث ليال فيقربها (2) الشيطان