মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৯৯
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আয়াতুল কুরসীর ফযীলত
১৯৯। আব্দুর রহমান ইব্‌ন আবু লায়লা (র) হতে আবু আইউব আনসারী (রা) সূত্রে বর্ণিত, তিনি কাচারী ঘরে থাকতেন, তখন একটি দুষ্ট জ্বীন এসে তাকে ধরত। তিনি (রা) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এ ব্যাপারে অভিযোগ করলে তিনি বললেন, তুমি যখন তাকে দেখতে পাবে তখন বলবে, আল্লাহর নামে রাসূলুল্লাহ(ﷺ) এর ডাকে সাড়া দাও। বর্ণনাকারী বলেন, পরে সে যখন আসল তখন তিনি ঐ কথা বললেন এবং তাকে ধরে ফেলেন। তখন সে তাকে বলল, আমি আর আসব না, অতঃপর তিনি তাকে ছেড়ে দিলেন। তারপর তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন। তোমার বন্ধীর খবর কী? তিনি (রা) বলেন, আমি তাকে ধরেছি, তারপর সে আমাকে বলল, আমি আর কখনও আসব না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে আবারও আসবে। আমি তাতে দুই-তিনবার ধরি এবং প্রতিবার সে বলতে থাকে আমি আর ফিরে আসব না। তিনি প্রত্যেকবার রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট আসতেন আর তিনি প্রায় তাকে জিজ্ঞেস করতেন, বন্ধীর খবর কী? তিনি বলতেন, আমি তাকে ধরলে সে বলল, আমি আর ফিরে আসব না, অতঃপর তিনি বলতেন, সে আবারও আসবে। শেষবার তাকে ধরে ফেললে সে বলল, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এমন এক কথা শিক্ষা দেব যাতে তোমার নিকট কেউ আসতে না পারে, আর তা হল আয়াতুল কুরসী। অতঃপর বর্ণনাকারী রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে তাঁকে এ তথ্য জানালে তিনি (ﷺ) বললেন, সে সত্য বলেছে, তবে মূলত। সে মিথ্যাবাদী।
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل آية الكرسي
عن عبد الرحمن بن أبي ليلى عن أبي أيوب (الأنصاري رضي الله عنه أنه كان في سهوة (4) له فكانت الغول (5) تجيء فتأخذ فشكاها إلى النبي صلى الله عليه وسلم فقال اذا رأيتها فقل بسم الله أجيبي رسول الله قال فجاءت فقال لها فأخذها فقالت له انى لا أعود فأرسلها فجاء فقال له النبي صلى الله عليه وسلم ما فعل أسيرك؟ قال أخذتها فقالت لي اني لا أعود فأرسلتها فقال انها عائدة فأخذتها مرتين أو ثلاثا كل ذلك تقول لا أعود ويجيء إلى النبي صلى الله عليه وسلم فيقول له ما فعل اسيرك؟ فيقول أخذتها فتقول لا اعود فيقول انها عائدة فأخذها فقالت أرسلني وأعملك شيئا تقول فلا يقربك شيء (1) آية الكرسي فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال صدقت وهي كذوب
tahqiqতাহকীক:তাহকীক চলমান