মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৯৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আয়াতুল কুরসীর ফযীলত
১৯৮। "আব্দুল্লাহ ইবন রাবাহ (র) হতে উবাঈ (রা) সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উবাঈ (রা) কে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কিতাবের কোন আয়াতখানা সর্বশ্রেষ্ঠ? তিনি উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূল ভাল জানেন। রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্নটি আরও কয়েকবার পূণরাবৃত্তি করলে উবাঈ (রা) উত্তর দিলেন, আয়াতুল কুরসী। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, হে আবু মুনজির। জ্ঞান তোমার জন্য সুখকর হোক। সে সত্ত্বার শপথ, যার হাতে আমার প্রাণ, আয়াতুল কুরসীর আছে একটি জিহ্ববা ও দুটো ঠোট আরশের পায়ায় অবস্থান করে যা দ্বারা সে মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করে।
(মুসলিম)
(মুসলিম)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل آية الكرسي
عن عبد الله بن رباح عن أبي أن النبي صلى الله عليه وسلم ساله أي آية في كتاب الله أعظم؟ قال الله ورسوله أعلم فرددها مرارا ثم قال أبي آية الكرسي قال ليهنك العلم أبا المنذر والذي نفسير بيده إن لها لسانا وشفتين تقدس (2) الملك عند ساق العرش