মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৯৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: আয়াতুল কুরসীর ফযীলত
১৯৭। 'উছমান ইবন গিয়াস (র) হতে বর্ণিত, তিনি বলেন, আবু সালীল (র) হতে আমি শুনেছি, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবী(৩) মানুষের কাছে হাদীছ বর্ণনা করতেন। যখন শ্রোতার সংখ্যা বেড়ে গেল তখন তিনি ঘরের ছাদে উঠে মানুষের কাছে হাদীছ বর্ণনা করতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার জিজ্ঞাসা করেছিলেন, কুরআনের কোন আয়াতখানা সর্বশ্রেষ্ঠ? বর্ণনাকারী বলেন, তখন এক ব্যক্তি(৪) উত্তর দিলেন, আল্লাহ। তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।” এই আয়াত। বর্ণনাকারী বলেন, তখন রাসুলুল্লাহ (ﷺ) আমার হাতের তালুতে তার হাত রেখে দু‘আ করলেন, যে আবু মুনজির। জ্ঞান তোমার জন্য সুখকর হোক।
টিকা:
৩. তিনি উবাই ইবন কা'ব (রা)।
৪. উবাঈ ইবন কা'ব নিজেই রাসূলুল্লাহ (ﷺ) এর এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বিনয় প্রকাশার্থে প্রথমে নিজের নাম গোপন করেন, পরের বক্তব্যে তা আবার স্পষ্ট হয়েছে।
টিকা:
৩. তিনি উবাই ইবন কা'ব (রা)।
৪. উবাঈ ইবন কা'ব নিজেই রাসূলুল্লাহ (ﷺ) এর এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বিনয় প্রকাশার্থে প্রথমে নিজের নাম গোপন করেন, পরের বক্তব্যে তা আবার স্পষ্ট হয়েছে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في فضل آية الكرسي
حدثنا محمد بن جعفر ثنا عثمان بن غياث قال سمعت أبا السليل قال كان رجل من أصحاب النبي صلى الله عليه وسلم (6) يحدث الناس حتى يكثروا عليه فيصعد على ظهر بيت فيحدث الناس قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم أي آية في القرآن أعظم؟ قال فقال رجل (7) (الله لا إله إلا هو الحي القيوم) قال فوضع يده بين كتفي قال يهنك (8) يا أبا المنذر العلم العلم