মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ২০০
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যখন ইবরাহীম বলল,হে আমার প্রতিপালক! কিভাবে তুমি মৃতকে জীবিত কর, আমাকে দেখাও (১)
১. আল কুরআন, ২: ২৬০।
১. আল কুরআন, ২: ২৬০।
২০০। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইবরাহীম (আ) এর তুলনায় আমাদেরই অধিক সন্দেহকারী হওয়ার কথা'(২) যখন তিনি বললেন, "হে আমার প্রতিপালক। কিভাবে তুমি মৃতকে জীবিত কর আমাকে দেখাও, তিনি বললেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলল, কেন করব না, তবে তা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য।" রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, মহান আল্লাহ লুত (আ) এর প্রতি রহম করুন। তিনি তো সুদৃঢ় স্তম্ভেরই আশ্রয় গ্রহণ করতেন। ইউসুফ (আ) যতদিন কারাগারে ছিলেন আমি ততদিন থাকলে হয়তো আহবানকারীর ডাকে সাড়া দিয়ে ফেলতাম।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ২. এটা বিনয় প্রকাশার্থে। রাসুলুল্লাহ (সা) ইবরাহীম, লুত ও ইউসুফ (আ)-কে নিজের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রকৃত অবস্থা তা নয়, কারণ তিনি (সা) ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ ও অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ২. এটা বিনয় প্রকাশার্থে। রাসুলুল্লাহ (সা) ইবরাহীম, লুত ও ইউসুফ (আ)-কে নিজের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রকৃত অবস্থা তা নয়, কারণ তিনি (সা) ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب واذ قال ابراهيم رب ارني كيف تحيي الموتى
عن أبي ابراهيم أن رسول الله صلى الله عليه وسلم قال نحن أحق بالشك من إبراهيم عليه السلام (4) إذ قال (رب ارني كيف تحيي الموتى قال أو لم تؤمن؟ (5) قال بلى ولكن ليطمئن قلبي) قال رسول الله صلى الله عليه وسلم يرحم الله لوطا لقد كان يأوى إلى ركن شديد (6) ولو لبثت في السجن ما لبث يوسف لأجبت الداعي