মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৫৮
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ। সূরা বাকারা ও এর ফযীলত।
১৫৮। আবু উমামা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি তোমরা কুরআন পড় (অপর এক বর্ণনামতে শিক্ষা গ্রহণ কর), কেননা কুরআন কিয়ামতের দিন তার ধারকের জন্য সুপারিশকারী হবে। তোমরা কুরআনের দুই জ্যোতিষ্ক, সূরা বাকারা ও সূরা আলে ইমরান তিলাওয়াত করো, কেননা এ দুটো কিয়ামতের দিন তোমাদের জন্য দুটি মেঘ, অথবা, দুটি ছায়া অথবা দুঝাক সারিবদ্ধ পাখীর মত হবে যা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে। অতঃপর তিনি বলেন, তোমরা সূরা বাকারা তিলাওয়াত কর, কেননা এর অবলম্বন বরকত এবং এর বর্জন পরিতাপ। আর যাদুকর এ সূরা মুখস্থ করতে পারবে না।
(মুসলিম, অন্যান্য গ্রন্থসূত্র অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سورة البقرة وما جاء في فضلها
عن أبي أمامة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرءوا (وفي رواية تعلموا) القرآن فإنه شافع لأصحابه يوم القيامة اقرءوا الزهراوين (2) البقرة وآل عمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان (3) أو كأنهما غيابتان (4) أو كأنهما فرقان (5) من طير صواف يحاجان عن أهلهما (6) ثم قال اقرءوا البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا يستطيعها البطلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান