মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫৭
পরিচ্ছেদ: ক্রোধ-নিপতিত ও পথ ভ্রষ্টদের বিবরণ।
১৫৭। আদী ইবন হাতিম তাঈ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন ক্রোধ নিপতিতরা হল ইয়াহুদী এবং পথভ্রষ্টরা হল নাসারা।
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب المغضوب عليهم والضالين
عن عدي بن حاتم الظائي أن رسول الله صلى الله عليه وسلم قال (إن المغضوب عليهم اليهود) وإن (الضالين) النصارى
