মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৫৬
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: ক্রোধ-নিপতিত ও পথ ভ্রষ্টদের বিবরণ।
১৫৬। আব্দুল্লাহ ইব্‌ন শাকীক (র) হতে বর্ণিত, ওয়াদিল কুরা(১)-তে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে শুনেছেন এমন ব্যক্তি তার নিকট বর্ণনা করেছেন, তিনি ছিলেন তার ঘোড়ার পিঠে। বনু কায়স গোত্রের এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ওরা কারা? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ক্রোধ-নিপতিত ব্যক্তিরা এবং এই বলে তিনি ইহুদীদের দিকে ইঙ্গিত করলেন। তারপর প্রশ্নকারী বললেন, ওরা কারা? তিনি বললেন, ওরা পথভ্রষ্টরা অর্থাৎ নাসারাগণ। বর্ণনাকারী বলেন, অপর এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করলেন, আপনার আযাদকৃত দাস অথবা কৃতদাস অমুক কি শহীদ হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না বরং গনীমতের সম্পদ চুরি করার কারণে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
টিকা: ১. মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী একটি উপত্যকা।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب المغضوب عليهم والضالين
حدثنا عبد الرزاق ثنا معمر عن بديل العقيلي أخبرني عبد الله بن شقيق أنه أخبره من سمع النبي صلى الله عليه وسلم وهو بوادي القرى (2) وهو على فرسه وسأل رجل من بني القين (3) فقال يا رسول الله من هؤلاء (4) قال المغضوب عليهم وأشار إلى اليهود فقال فمن هؤلاء؟ قال هؤلاء الضالون يعني النصارى قال وجاء رجل فقال استشهد مولاك أو قال غلامك فلان (5) قال بل هو يجر إلى النار في عباءة غلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান