মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫৫
পরিচ্ছেদ: সূরা ফাতিহা ও তার ফযীলতের বিবরণ।
১৫৫। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি উবাঈ ইব্ন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন মহান আল্লাহ তাওরাত ও ইঞ্জিলে উম্মুল কুরআন (অর্থাৎ সূরা ফাতিহা) এর মত কোন মর্যাদা সম্পন্ন সূরা নাজিল করেননি, আর তা হল পুনঃ পুনঃ পাঠ্য সাত আয়াত এবং তা আমার ও আমার বান্দার মধ্যে বণ্টিত আমার বান্দার জন্য তাই আছে। যা সে আমার নিকট চাবে।
(তিরমিযী নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী নাসাঈ অন্যান্য গ্রন্থসূত্র।)
باب سورة الفاتحة وما ورد في فضلها
عن أبي هريرة عن أبي بن كعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله في التوراة ولا في الانجيل مثل أم القرآن وهي السبع المثاني (5) وهي مقسومة بيني وبين عبدي (6) ولعبدي ما سأل
