মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: সূরা ফাতিহা ও তার ফযীলতের বিবরণ।
১৫৪। আব্দুল্লাহ ইবন জাবির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে আব্দুল্লাহ! আমি কি তোমাকে আল-কুরআনের উত্তম সূরা সম্পর্কে তথ্য দিব না? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ। তিনি বলেন, তুমি পড় "আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন... আমীন।"
( মুসনাদে আহমাদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
( মুসনাদে আহমাদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب سورة الفاتحة وما ورد في فضلها
عن عبد الله بن جابر قال قال لي رسول الله صلى الله عليه وسلم الا اخبرك يا عبد الله بن جابر بخير سورة في القرآن؟ قلت بلى يا رسول الله قال اقرأ الحمد لله رب العالمين حتى تختمها