মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৫০
পরিচ্ছেদ। কিরাআতের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা ও এর ফযীলত।
১৫০। উম্মে সালামা (রা) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কিরাআত সম্পর্কে জিজ্ঞাসিত হলেন, তখন তিনি (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কিরাআতকে আয়াত-আয়াত হিসেবে পৃথক করে ফেলতেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল হামদুলিল্লাহি রাব্বিল আলামীন। আর রাহমানির রাহীম। মালিকি ইয়াও মিদদ্বীন।
باب ما جاء في البسملة قبل القراءة وفضلها
عن أم سلمة رضي الله عنها أنها سئلت عن قراءة رسول الله صلى الله عليه وسلم فقالت كان يقطع قراءته آية آية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
