মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৪৯
পরিচ্ছেদ। কিরাআতের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা ও এর ফযীলত।
১৪৯। আবু তামীমা হুজায়মী (র) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কোন সহ-আরোহী সূত্রে বর্ণনা করেন অথবা কোন সহ আরোহী থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আরোহী ছিলেন তখন তার বাহনটি হুমড়ি খেয়ে পড়ল, তখন তিনি বললেন, শয়তান ধ্বংস হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি এরূপ বলো না, কেননা এতে শয়তান গর্ববোধ করতে থাকে এমনকি সে ফুলে পাহাড় সমান হয়ে যায় এবং সে বলে, আমি আমার শক্তিতে তাকে হোঁচট খাইয়েছি, বরং তুমি যখন বলবে 'বিসিমিল্লাহ' তখন সে অপমানিত বোধ করবে এমনকি সে মাছির মত হয়ে যাবে।
باب ما جاء في البسملة قبل القراءة وفضلها
عن أبي تميمة الهجيمي عن ردف النبي صلى الله عليه وسلم أو من حدثه عن ردف النبي صلى الله عليه وسلم أنه كان ردفه (خلفه على ظهر الدابة) فعثرت به دابته فقال تعس الشيطان (1) فقال لا تفعل فإنه يتعاظم اذا قلت ذلك حتى يصير مثل الجبل ويقول بقوتي صرعته واذا قلت باسم الله تصاغر حتى يكون مثل الذباب
