মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৪৮
পরিচ্ছেদ : কিরাআতের পূর্বে আউযুবিল্লাহ বলা। মহান আল্লাহ বলেন, "যখন কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় নিবে।
১৪৮। সুলায়মান ইব্ন সূরাদ (র) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দু'ব্যক্তিকে পরস্পর গালাগালি করতে দেখলেন। তাদের একজন অধিক রাগান্বিত হয়েছে এবং এ অবস্থায় সে বকাঝকা করছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি এমন একটি শব্দ জানি, যা সে উচ্চারণ করলে শয়তান তার কাছ থেকে সরে যাবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তার কাছে এক ব্যক্তি(২) এসে বললেন, 'বল! আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করছি।" সে বলল, তুমি কি মনে করছ আমার সমস্যা (উন্মাদরোগ) আছে? এর বেশি কিছু সে বলেনি।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ২. তিনি মুআয ইবন জাবাল (রা)।
(বুখারী, মুসলিম ও আবূ দাউদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ২. তিনি মুআয ইবন জাবাল (রা)।
باب ما جاء في الاستعاذة قبل القراءة وقوله تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم
عن سليمان ابن صرد قال سمع النبي صلى الله عليه وسلم رجلين وهما يتقاولان (4) وأحدهما قد غضب واشتد غضبه وهو يقول (5) فقال النبي صلى الله عليه وسلم اني لأعلم كلمة لو قالها ذهب عنه الشيطان (6) قال فأتاه رجل فقال قل أعوذ بالله من الشيطان الرجيم (7) قال هل تر بأسا؟ (8) قال ما زاده على ذلك
