মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৪৭
পরিচ্ছেদ : কিরাআতের পূর্বে আউযুবিল্লাহ বলা। মহান আল্লাহ বলেন, "যখন কুরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় নিবে।
১৪৭। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি উপরোক্ত হাদীসের সঙ্গে আরও যুক্ত করেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, আমি অভিশপ্ত শয়তানের প্ররোচনা, প্রতারণা ও কুমন্ত্রণা থেকে সর্বশ্রোতা মহাজ্ঞানী আল্লাহর আশ্রয় গ্রহণ করছি।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ما جاء في الاستعاذة قبل القراءة وقوله تعالى فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم
وعن أبي سعيد الخدري بأطول من هذا وفيه ثم يقول أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزة ونفخة ونفثة
