মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৪৪
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয় অথবা অপব্যাখ্যা করে, অথবা অজানা সত্ত্বেও এ ব্যাপারে তার মত ব্যক্ত করে আর শাস্তির বিবরণ।
১৪৪। উকবা ইবন আমির (রা) হতে আরও বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে দুটি জিনিসকে ভয় করছি, কুরআন ও দুধ। দুধ এর জন্য তারা গ্রাম সন্ধান করবে, প্রকৃতির অনুসরণ করবে এবং সালাত পরিত্যাগ করবে। আর কুরআনের ব্যাপার এই যে, মুনাফিকগণ তা শিক্ষা করবে অতঃপর তা নিয়ে মুমীনদের সাথে তর্কে লিপ্ত হবে।
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب ما جاء في وعيد من جادل بالقرآن أو تأوله أو قال فيه برأيه من غير علم
وعنه أيضا ان رسول الله صلى الله عليه وسلم قال إني أخاف على أمتي اثنتين القرآن واللبن أما اللبن فيبتغون الريف ويتبعون الشهوات ويتركون الصلوات وأما القرآن فيتعلمه المنافقون فيجادلون به المؤمنين
tahqiqতাহকীক:তাহকীক চলমান