মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৪৩
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয় অথবা অপব্যাখ্যা করে, অথবা অজানা সত্ত্বেও এ ব্যাপারে তার মত ব্যক্ত করে আর শাস্তির বিবরণ।
১৪৩। উকবা ইবন 'আমির (রা) হতে আরও বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি আমার উম্মত কিতাব ও দুধের কারণে ধ্বংস হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) কিতাব ও দুধের কী ব্যাপার? তিনি বললেন, আমার উম্মতগণ কুরআন শিক্ষা করবে তারপর আল্লাহর নাজিলকৃত উদ্দেশ্যের বিপরীতে তার ব্যাখ্যা দিবে। আবার, তারা দুধ ভালবাসবে ফলে তারা জামা'আত ও জুমুআ পরিত্যাগ করে গ্রামাঞ্চলে বসবাস শুরু করবে।
(আবু ইয়ালা, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ما جاء في وعيد من جادل بالقرآن أو تأوله أو قال فيه برأيه من غير علم
وعنه أيضا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هلاك أمتي في الكتاب واللبن قالوا يا رسول الله ما الكتاب واللبن؟ قال يتعلمون القرآن فيتأولونه على غير ما أنزل الله عز وجل ويحبون اللبن فيدعون الجماعات والجمع ويبدون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৩ | মুসলিম বাংলা