মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৪২
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয় অথবা অপব্যাখ্যা করে, অথবা অজানা সত্ত্বেও এ ব্যাপারে তার মত ব্যক্ত করে আর শাস্তির বিবরণ।
১৪২। উকবা ইব্‌ন আমির (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে দুটো জিনিসকে ভয় করছি আর তা হল, আল-কিতাব ও দুধ। বর্ণনাকারী বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ (ﷺ) আল কিতাবের সমস্যা কি? তিনি বলেন, তা মুনাফিকরা শিখবে তারপর তা নিয়ে ঈমানদারদের সাথে বিতর্কে লিপ্ত হবে, সাহাবীরা জিজ্ঞসা করলেন, দুধের সমস্যা কি? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মানুষেরা দুধকে ভালোবাসবে, (তাই খাঁটি দুধের জন্য তারা শহর ছেড়ে গ্রামাঞ্চলে বসবাস করবে।) ফলে তারা জামাআত (দলবদ্ধতা) থেকে বের হয়ে যাবে ও জুমু'আ পরিত্যাগ করবে।
باب ما جاء في وعيد من جادل بالقرآن أو تأوله أو قال فيه برأيه من غير علم
عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم انما أخاف على أمتي الكتاب واللبن قال قيل يا رسول الله ما بال الكتاب؟ قال يتعلمه المنافقون ثم يجادلون به الذين آمنوا فقيل وما بال اللبن؟ قال أناس يحبون اللبن فيخرجون من الجماعات ويتركون الجمعات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪২ | মুসলিম বাংলা