মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৪৫
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয় অথবা অপব্যাখ্যা করে, অথবা অজানা সত্ত্বেও এ ব্যাপারে তার মত ব্যক্ত করে আর শাস্তির বিবরণ।
১৪৫। আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসুলুল্লাহ (ﷺ) এর জন্য অপেক্ষা করছিলাম, তিনি তাঁর কোন এক স্ত্রীর ঘর হতে বের হলেন, বর্ণনাকারী বলেন, তখন আমরা তাঁর সাথে বের হলাম, রাসূলুল্লাহ (ﷺ) এর জুতা ছিঁড়ে গেল, আলী (রা) তা সেলাই করার জন্য পিছনে রয়ে গেলেন। আমরা রাসুলুল্লাহ (ﷺ) এর সাথে ততক্ষণে অনেক দূর এগিয়েছি, তারপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন, আমরাও তাঁর সাথে দাঁড়িয়ে গেলাম, তখন তিনি বললেন, তোমাদের মধ্যে একজন আছেন, যিনি কুরআন অপব্যাখ্যার বিরুদ্ধে সংগ্রাম করবেন যেমনিভাবে আমি সংগ্রাম করেছি (অপর বর্ণনা হতে সংগ্রাম সাধনা করেছেন) আমরা আবু বকর (রা) ও উমর (রা) এর দিকে উকি দিলাম। তখন তারা আমাদের মধ্যে ছিলেন। (আমরা ভাবছিলাম এ দুজনের মধ্যে কেউ হবেন। তিনি বললেন, না বরং তিনি ঐ ব্যক্তি যিনি জুতার সিলাই করছেন। (অর্থাৎ আলী (রা))। অতঃপর আলী (রা) আমাদের মাঝে ফিরে আসলে আমরা তাঁকে এ সুসংবাদটি দিলাম। বর্ণনাকারী বলেন, মনে হচ্ছিল তিনি এ সংবাদটি ইতোমধ্যে শুনেছেন।
باب ما جاء في وعيد من جادل بالقرآن أو تأوله أو قال فيه برأيه من غير علم
عن أبي سعيد الخدري قال كنا جلوسا ننتظر رسول الله صلى الله عليه وسلم فخرج علينا من بعض بيوت نسائه قال فقمنا معه فانقطعت نعله فتخلف عليها علي رضي الله عنه يخصفها (6) فمضى رسول الله صلى الله عليه وسلم ومضينا معه ثم قام ينتظره وقمنا معه فقال إن منكم من يقاتل على تأويل هذا القرآن كما قاتلت (وفي رواية كما قاتل) على تنزيله فاستشرفنا (7) وفينا أبو بكر وعمر رضي الله تبارك وتعالى عنهما فقال لا ولكنه خاصف النعل فجئنا نبشره قال وكأنه قد سمعه
