মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৪০
পরিচ্ছেদ: যে ব্যক্তি কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয় অথবা অপব্যাখ্যা করে, অথবা অজানা সত্ত্বেও এ ব্যাপারে তার মত ব্যক্ত করে আর শাস্তির বিবরণ।
১৪০। আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অজানা সত্ত্বেও কুরআনের কোন ব্যাপারে যে ব্যক্তি কথা বলে, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেয়।
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
(তিরমিযী, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ما جاء في وعيد من جادل بالقرآن أو تأوله أو قال فيه برأيه من غير علم
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن بغير علم (2) فليتبوأ مقعده من النار
