মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
হাদীস নং: ১৩৯
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৯। আনাস ইবন মালিক (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদের (বি'রে মাউনায় নিহতদের) ব্যাপারে যতটা দুঃখ পান অতটা দুঃখ আর কোন নিহতদের ব্যাপারে পাননি। তাদেরকে 'কুররা' (কুরআনের কারীবর্গ) বলা হত। সুফিয়ান (রা) বলেন, তখন নাজিল হয়েছিল ‘আমাদের সম্প্রদায়কে জানিয়ে দাও, আমরা যা পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট এবং আল্লাহও আমাদের প্রতি সন্তুষ্ট। সুফয়ান (রা) কে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা কখন নাজিল হয়, তিনি বলেন, এটা বি'রে মাউনায় নিহতদের ব্যাপারে নাজিল হয়। আনাস (রা) হতে অপর এক সূত্রে বর্ণিত) তিনি বলেন, আমরা তাদের ব্যাপারে কুরআনের আয়াত পাঠ করেছি "আমাদের সম্প্রদায়কে আমাদের পক্ষ থেকে জানিয়ে দাও, আমরা আমাদের প্রভুর সাক্ষাৎ পেয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্টি এবং আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট।" এর কিছু দিন পর আয়াতটি তুলে নেয়া হয়। ইবন জা'ফর (র) বলেন, এরপর তা রহিত করা হয়েছে।
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن أنس بن مالك قال ما وجد رسول الله صلى الله عليه وسلم على سرية ما وجد عليهم كانوا يسمون القراء قال سفيان نزل فيهم (بلغوا قومنا عنا أنا قد رضينا ورضى عنا) قيل لسفيان فيمن نزلت؟ قال في أهل بئر معونة (ومن طريق ثان عن أنس أيضا) قال إنا قرأنا بهم قرآنا (بلغوا عنا قومنا أنا قد لقينا ربنا فرضى عنا وأرضانا) ثم رفع ذلك بعد قال ابن جعفر ثم نسخ
