মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩৮
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৮। ইয়াযীদ ইব্‌ন আসাম্ম (র) আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন, এক ব্যক্তি সাহায্য প্রার্থনার জন্য উমর (রা) এর নিকট আসলেন, তখন উমর (রা) একবার তার মাথার দিকে আর একবার তার দু'পায়ের দিকে তাকাচ্ছিলেন, যাতে তার মধ্যে অভাবীর কোন লক্ষণ পাওয়া যায় কি না। অতঃপর উমর (রা) তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সম্পদের পরিমাণ কত? সে বলল, চল্লিশটি উট। আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি তখন বললাম, আল্লাহ ও তাঁর রাসূল সঠিক বলেছেন, যদি কোন আদম সন্তানের দু উপত্যকা পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে সে অবশ্যই তৃতীয়টি পরিমাণ চাইবে। আদম সন্তানের মুখ মাটি ছাড়া অন্যভাবে ভরবে না। আর যে ব্যক্তি তাওবাহ করে আল্লাহ তার তাওবাহ কবুল করেন। উমর (রা) তখন বললেন, এটা কি? আমি বললাম, এভাবেই উবাঈ ইব্‌ন কাব (রা) আমাদেরকে পড়ে শুনিয়েছেন। উমর (রা) বলেন, তাহলে আমার সাথে উবাঈ (রা) এর নিকট চল, অতঃপর তিনি উবাঈ ইবন কা'ব (রা) এর নিকট গিয়ে তাকে বললেন, এ লোক কি বলে? উবাঈ (রা) বললেন, এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন। উমর (রা) বলেন, তবে কি এটা বহাল রাখবে? অতঃপর তিনি সেটা বহাল রাখলেন (অর্থাৎ হাদীস হিসেবে আয়াত হিসেবে নয়, যেহেতু এর পাঠ রহিত হয়ে গেছে)।
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن يزيد بن الاصم عن ابن عباس قال جاء رجل إلى عمر رضي الله عنه يسأله فجعل ينظر إلى رأسه مرة وإلى رجليه أخرى هل يرى عليه من البؤس شيئا ثم قال له عمر كم مالك؟ قال أربعون من الابل قال ابن عباس فقلت صدق الله ورسوله لو كان لابن آدم واديان من ذهب لا ابتغى الثالث ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب فقال عمر ما هذا؟ فقلت هكذا اقرأنيها أبي (بن كعب) قال فمر بنا إليه قال فجاء إلى أبي فقال ما يقول هذا؟ قال أبي هكذا أقرأنيها رسول الله صلى الله عليه وسلم قال أفأثبتها أفأثبتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান