মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩৭
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৭। যায়দ ইবন আরকাম (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় পড়েছি, আদম সন্তানের যদি দুই উপত্যকা পরিমাণ স্বর্ণ-রৌপ্য থাকে, তাহলে সে আর এক উপত্যকা পরিমাণ চাইবে। মূলত: মাটি ছাড়া অন্য কিছু দ্বারা আদম সন্তানের মুখ ভরবে না। আর যে ব্যক্তি তাওবাহ করে আল্লাহ তার তাওবাহ কবুল করেন।
(তাবারানী ও মুসনাদে বাযযার, অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن زيد بن أرقم قال لقد كنا نقرأ على عهد رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب وفضة لا ابتغى إليهما آخر ولا يملأ بطن ابن آدم إلا التراب ويتوب الله على من تاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান