মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩৬
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৬। আবূ ওয়াকিদ আললায়ছী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ওহী নাজিল হওয়া অবস্থায় আমরা তাঁর নিকট আসলে তিনি আমাদের তা উল্লেখ করতেন। একদিন তিনি আমাদেরকে বললেন, মহান আল্লাহ বলেছেন, আমি সালাত কায়েম করা ও যাকাত প্রদান করার জন্য মানুষকে সম্পদ দিয়েছি। কোন আদম সন্তানের যদি এক উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে দ্বিতীয়টি চাইবে, আর তার যদি দুই উপত্যাকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে তৃতীয়টি চাইবে, মূলত আদম সন্তানের মুখ মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভর্তি করা যায় না। আর যে ব্যক্তি তাওবাহ করে আল্লাহ তার তাওবাহ কবুল করেন।
(তাবারানী অন্যান্য গ্রন্থসূত্র।)
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن أبي واقد الليثي رضي الله عنه قال كنا نأتي النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم إذا انزل عليه فيحدثنا فقال لنا ذات يوم ان الله عز وجل قال إنا أنزلنا المال لإقام الصلاة وايتاء الزكاة (6) ولو كان لابن آدم واد (7) لأحب أن يكون إليه ثان ولو كان له واديان لأحب أن يكون اليهما ثالث ولا يملأ جوف ابن آدم (8) إلا التراب ثم يتوب الله على من تاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান