মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৩৫
পরিচ্ছেদ: আল-কুরআনে ছিল পরবর্তীতে রহিত করা হয়েছে এমন আয়াতের বিবরণ।
১৩৫। যিরর (র) থেকে বর্ণিত তিনি উবাঈ ইব্‌ন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে পড়ে শুনাই। তিনি (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পড়ে শুনালেন, 'কিতাবধারীদের মধ্যে যারা কুফরী করেছিল তারা এবং মুশরিকরা আপন মতে অবিচলিত ছিল যে পর্যন্ত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসল। আল্লাহর নিকট হতে এক রাসুল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, যাতে আছে সঠিক বিধান। যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তো বিভক্ত হল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর।(১) আল্লাহর নিকট পছন্দনীয় দ্বীন হল দ্বীনে হানীফ, যা নয় মুশরিকী অথবা নয় ইয়াহুদীবাদী অথবা নয় খৃষ্টবাদী আর যে ভাল কাজ করবে সে কখনও কুফরী করবে না।(২) শুবা (র) বলেন, অতঃপর তিনি আরও একটি আয়াত তিলাওয়াত করলেন তারপর পড়লেন, আদম সন্তানের জন্য দুই উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে তৃতীয় উপত্যকা চাইবে, আদম সন্তানের মুখ গহবর মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভরাট করা সম্ভব নয়, বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি আয়াতের বাকী অংশ সমাপ্ত করলেন(৩) যিরর (র) হতে অপর এক সূত্রে বর্ণিত আছে) তিনি উবাঈ ইবন কা'ব (রা) সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন। আমি যেন তোমার সামনে কুরআন পড়ি। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি সূরা বাইয়্যিনার ১ম আয়াত 'কিতাবধারীদের মধ্যে যারা কুফরী করেছে” তিলাওয়াত করলেন। বর্ণনাকারী আরও বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) তন্মধ্যে তিলাওয়াত করলেন, যদি আদম সন্তান আমার নিকট একটি উপত্যাকা পরিমান সম্পদ প্রার্থনা করে, তাহলে আমি তাকে তা দিব, অতঃপর সে দ্বিতীয়টা চাইবে আমি যদি তাকে দ্বিতীয়টা ও দেই তাহলে সে তৃতীয়টা চাইবে। আদম সন্তানের মুখ গহবর কবরের মাটি ছাড়া অন্য কিছুতে ভরবে না। আর যে ব্যক্তি তাওবাহ করে আল্লাহ তাঁর তাওবাহ কবুল করেন। আল্লাহর নিকট সুপ্রতিষ্ঠিত দ্বীন হল দ্বীনে হানীফ যা নয় মুশরিকী অথবা নয় ইহুদীবাদী অথবা নয় খৃষ্টবাদী। আর যে ব্যক্তি ভাল কাজ করবে তার সে ভাল কাজকে নিষ্ফল করে দেওয়া হবে না।
টিকা: ১. আল কুরআন, ৯৮:১-৪
টিকা: ২. এ অংশটুকুর তিলাওয়াত ও হুকুম রহিত করা হয়েছে, তাই তা আল-কুরআনের অংশ নয়।
টিকা: ৩. এ অংশটুকুর তিলাওয়াত ও হুকুম রহিত করা হয়েছে। তাই তা আল-কুরআনের অংশ নয়
باب ذكر آيات كانت في القرآن ونسخت
عن زر عن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى أمرني أن أقرأ عليك (8) قال فقرأ علي لم يكن الذين كفروا من أهل الكتاب (9) والمشركين منفكين (10) حتى تأتيهم البينة (11) رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة (12) وما تفرق الذين أوتو الكتاب إلا من بعد ما جاءتهم البينة إن الدين عند الله الحنيفية غير المشركة ولا اليهودية ولا النصرانية ومن يفعل خيرا فلن يكفره (1) قال شعبة (2) ثم قرأ آيات بعدها ثم قرأ لو أن لابن آدم واديين من مال لسأل واديا ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب قال ثم ختمها بما بقي منها (3) (وعنه من طريق ثان) (4) عن أبي بن كعب أيضا قال ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله تبارك وتعالى أمرني أن أقرأ عليك القرآن قال فقرأ لم يكن الذين كفروا من أهل الكتاب قال فقرأ فيها ولو أن ابن آدم سأل واديا من مال فأعطيه لسأل ثانيا فأعطيه لسأل ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب وان ذلك الدين القيم عند الله الحنيفية غير المشركة ولا اليهودية ولا النصرانية ومن يفعل خيرا فلن يكفره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৩৫ | মুসলিম বাংলা